মালদা

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপি প্রার্থীর, ঘটনায় জেলা জুড়ে রাজনৈতিক চাপানউতোর

বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করল বিজেপি প্রার্থী। মালদা রতুয়া ১ নম্বর ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের ৭৪ নম্বর ভূতের প্রার্থী পায়েল ঘোষ বৃহস্পতিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। এদিন এই বিজেপি প্রার্থীর হাতে দলীয় পতাকা তুলে দেন 

          এলাকার দাপুটে তৃণমূল নেতা মোহাম্মদ ইয়াসিন। তবে নির্বাচনের প্রক্কালে বিজেপি প্রার্থীর তৃণমূলে যোগদানের ঘটনায় জেলা জুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। 

          যদিও সদ্য তৃণমূলে যোগদানকারী পায়েল ঘোষ জানায়, তিনি দিদির উন্নয়ন দেখে তৃণমূলে যোগদান করেছেন।

          এই ঘটনায় এলাকার দাপুটে তৃণমূল নেতা মোহাম্মদ ইয়াসিন জানায়, দিদির উন্নয়নে সামিল হতে বিজেপি প্রার্থী তৃণমূলে যোগদান করেছে, তবে তাকে ভয় দেখানো হয়েছে কিনা সেই বিষয়ে এমন কিছু হয়্যনিব্লে তিনি দাবী করেন।

          এই ঘটনায় বিজেপির মালদা জেলার সাধারণ সম্পাদক সুদীপ্ত চ্যাটার্জীর অভিযোগ, রতুয়ার বাহারালে তৃণমূলের বেশ কয়েকজন দুষ্কৃতি প্রার্থীদের প্রানে মারার হুমকি দিয়ে জোর পূর্বক তাদের তৃণমূলে যোগদান করাচ্ছে। তবে প্রার্থী বলছে তৃণমূলের উন্নয়ন কতটা তা বিরভুমের অনুব্রত মণ্ডলের এলাকা থেকে এবার এই উন্নয়ন মালদার অলি গ্লিতে ঢুকেছে। এই ঘটনা তারই প্রমান বলে তিনি দাবী করেন।

          যদিও বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভাবে অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনায় তৃণমূলের জেলা কার্যকারী সভাপতি দুলাল সরকার জানান, এটা পায়েল ঘোষের না এমন মানসিকতা অনেকের আছে। তৃণমূল হচ্ছে এমন একটা দল যে উন্নয়ন করে চলেছে বলে দাবী করেন তিনি। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/DtxlvJyhPw0